পরিচ্ছেদসমূহ-
অর্থ উপার্জন
অর্থ উপার্জন করা মানুষের জন্য অপরিহার্য। অর্থ ছাড়া জীবন কল্পনা করা যায় না। মানুষের জীবন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয়। তাই জীবনকে সুখি-সমৃদ্ধ করতে অর্থের প্রয়োজন।
তবে, আপনি বলতে পারেন, অনেক মহিলা আছে যারা শুধুমাত্র ঘর সংসার পরিচালনা করে। তারাও তো মানুষ। তারা তো উপার্জন করে না। হ্যাঁ তারা উপার্জন করে না ঠিকই। কিন্তু তারা নানা ধরণের অর্থনৈতিক কাজের সাথে জড়িত রয়েছে। তারা বাড়িতে রান্না করা হতে শুরু করে সেগুলো পরিষ্কার সহ নানা ধরণের পোশাক পরিষ্কার করে থাকে। তারা সন্তান-সন্ততি লালন পালন করে থাকেন। এককথায় তারা বাড়ির সকল কাজই করে থাকেন।
এগুলো কী কাজ না? হ্যাঁ এগুলোও কাজ। আর এই কাজের বিনিময়ে পাওয়া যায় অনেক অর্থ। ধরুন, একটি কাজের মেয়ে অন্যের বাড়িতে সারাদিন কাজ করল। কাজের বিনিময়ে বাড়ির মালিক তাকে অর্থ পরিশোধ করে থাকে। এই অর্থই তার উপার্জন।
একজন মহিলা যদি নিজ বাড়িতে কাজ না করে অন্যের বাড়িতে কাজ করতো সেও উপার্জন করতে পারতো। অথাৎ সহজভাবে বলতে গেলে বলা যায় সকল কাজই অর্থের উৎস। কাজ করলেই উপার্জন করা সম্ভব। বাস্তবিক অর্থে কাজের মাধ্যমে মানুষকে উপার্জন করতে হয়।
কাজই পারে মানুষকে অর্থ জোগান দিতে। কোন কাজকে ছোট মনে করা উচিত নয়। বৈধভাবে বা বৈধ উপায়ে যেকোন কাজ করা যায়। বৈধভাবে অর্জিত অর্থই প্রকৃত অর্থ।
আমারা আপনার ভাবনাকে সহজ করার জন্য এই পেজে অর্থ উপার্জনের নানা কৌশল সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করবো। আশা করছি আমাদের নির্দেশিত পথ অবলম্বন করে আপনিও বাড়তি কিছু অর্থ উপার্জন করতে পারবেন। যা আপনার জীবন পরিচালনার জন্য সহায়ক হবে।
আমাদের এই বাংলাদেশে অর্থ উপার্জন করার অনেক উপায় রয়েছে। আমরা আমাদের bdlekhapora.com এর এই পেজে অর্থ উপার্জনের নানা দিক নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
০১। | ইন্টারনেটে কাজ করে কিভাবে অর্থ উপার্জন করবেন? | |
০২। | অনলাইনে কীভাবে অর্থ উপার্জন করা যায়? | |
০৩। | ||
০৪। | ||
০৫। | ||
০৬। | ||
০৭। | ||