০১। ১ ডজন আপেলের মূল্য ১৫০ টাকা হলে, ১ হালি আপেলের মূল্য কত?
উত্তর : ৫০ টাকা।
০২। পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ হলে, পিতার বয়স ৬৫ বছর হলে, পুত্রের বয়স কত?
উত্তর : ১৩ বছর।
০৩। মুঈনের বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত বছর যোগ করলে যোগফল ২৪ বছর হবে?
উত্তর : ৪ যোগ করলে।
০৪। ৪টি কলমের দাম ৮০ টাকা হলে, ১০টি কলমের দাম কত?
উত্তর : ২০০ টাকা।
০৫। মহিমা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘণ্টায় সে কত মিটার হাঁটতে পারবে?
উত্তর : মহিমা আধা ঘণ্টায় ১৫০০ মি. হাঁটতে পারবে।
০৬। একটি আপেলের মূল্য ১২ টাকা হলে, ১ ডজন আপেলের মূল্য কত হবে?
উত্তর : ১৪৪ টাকা।
০৭। সাকিরা ৬৪ টাকা দিয়ে ১৬টি পেনসিল কিনল। ২৪টি পেনসিল কেনার জন্য সে কত টাকা দেবে?
উত্তর : ৯৬ টাকা।
০৮। দুই পুত্র ও মাতার বয়সের যোগফল ৫৫ বছর। ৫ বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে?
উত্তর : ৭০
০৯। আসলাম সাহেব এক মাসে যদি ২৫০০ টাকা সঞ্চয় করেন, তবে ১ বছরে কত টাকা সঞ্চয় করবেন?
উত্তর : ৩০০০০ টাকা।
১০। ৩ হালি কলার মূল্য ১০ টাকা হলে ১টি কলার মূল্য কত?
উত্তর : ৫ টাকা।
১১। ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেনসিলের দাম কত?
উত্তর : ৪ টাকা।
১২। একটি দোকানে ৩০টি বাই সাইকেল আছে। প্রতিটি বাই সাইকেলের মূল্য ৫৫০০ টাকা হলে, সবগুলো সাইকেলের মূল্য কত টাকা?
উত্তর : ১৬৫০০০ টাকা।
১৩। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, পিতার বয়স কত?
উত্তর : ৬০ বছর।
১৪। ৮টি পেনসিলের মূল্য ২৪ টাকা। এর দ্বিগুণ সংখ্যক পেনসিল ক্রয় করতে কত টাকা লাগবে?
উত্তর : ৪৮ টাকা।
১৫। ১ হালি ডিমের দাম ৩০ টাকা হলে ৯৬ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে?
উত্তর : ১২টি।
১৬। পিতার বয়স ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ হলে, পুত্রের বয়স কত হবে?
উত্তর : ১৬ বছর।
১৭। রহিম সাহেবের দৈনিক আয় ২১৬ টাকা হলে, ১ সপ্তাহে আয় কত হবে?
উত্তর : ১৫১২ টাকা।
১৮। ৮টি পেনসিলের মূল্য ৬৪ টাকা। পেনসিলের সংখ্যা ৩ গুণ বেশি হলে তার মূল্য কত টাকা হবে?
উত্তর : ২৫৬ টাকা।
