bdlekhapora.com– এ আপনাকে স্বাগতম।
আমরা সবাই জে. এস. সি/ জে. ডি. সি পরীক্ষার ফলাফল পাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসছি। এই ফলাফলের উপর নির্ভর করছে সকল কমলমতি ছাত্র-ছাত্রীদের ভবিষৎ কর্ম পরিকল্পনা। ফলাফলের উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীরা নবম শ্রেণীতে ভর্তি হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও জাতী গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের আশার বীজ বপনের জন্য আমাদের অবশ্যই সহযোগীতামূলক মনোভাব দেখানো একান্ত প্রয়োজন। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীরাই যে, ভালো ফলাফল করবে এমনটি ভাবা উচিত নয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে অনেকেই খারাপ ফলাফলও করতে পারে। কেউবা আবার পরীক্ষায় অ-কৃতকার্যও হতে পারে। আমরা অবশ্যই সেই সকল অ-কৃতকার্য ছাত্র-ছাত্রীদের তিরষ্কার বা গালমন্দ করা থেকে বিরত থাকার চেষ্টা করব। তাদেরকে পূনরায় লেখা-পড়ায় মনোযোগী করে পরবর্তীতে পরীক্ষার জন্য অনুপ্রাণীত করতে হবে। আমাদের সহযোগীতা এবং অনুপ্রেরণাই হতে পারে তাদের পরবর্তী জীবনের সঠিক পথ চলার সহায়ক।
আমরা আমাদের সার্বিক প্রচেষ্টা হিসাবে bdlekhapora.com– এর পক্ষ থেকে আপনাদের ফলাফল প্রদর্শণের জন্য নিচে লিংক প্রদর্শণ করলাম। এখানে পরীক্ষার নাম, পাসের সাল, বোর্ডের নাম, রোল নং, রেজিঃ নং ও প্রদর্শিত ক্যাপচা প্রবেশ করাতে হবে। আশা করছি উক্ত লিংকে ক্লিক করে কাঙ্খিত ফলাফল দেখে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।