প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি

প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি

নোটিশ

প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন শুরু হয়েছে। এটি ২৫-০১-২০২১ হতে ০৭-০২-২০২১ তারিখ রাত ১২ টা পর্যন্ত চলবে।

যেসকল শিক্ষার্থী এই (প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তাদের এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট হতে আবেদন করতে হবে। এজন্য প্রথম এ্যাডমিশন এই লিংকে ক্লিক করে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর অনলাইন হতে প্রিন্ট নেওয়া আবেদন ফরমটির নির্ধারিত স্থানে আবেদন কারীকে তারিখসহ স্বাক্ষর করতে হবে।

উল্লেখ্য এই  প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি আবেদন ফরমের সাথে প্রার্থীকে তাঁর পয়োজনীয় কাগজপত্র সমূহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।



প্রয়োজনীয় বিষয় সমূহঃ

০১। পুরণকৃত অনলাইন আবেদন ফরম।

০২। স্নাতক (পাস) / সার্টিফিকেট কোর্স পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র।

০৩। রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি।

০৪। দ্বৈত ভর্তি সম্পর্কিত অঙ্গীকারনামার সত্যায়িত ফটোকপি।

০৫। আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা।

০৬। রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০/- (আটশত) টাকা।

০৭। সংশ্লিষ্ট কলেজে ০৮-০২-২০২১ খ্রিঃ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময়সূচিঃ

ক। অনলাইন আবেদন ফরম পুরন ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখঃ ২৫-০১-২০২১ হতে ০৭-০২-২০২১ খ্রিঃ

খ। আবেদনকারীর প্রিন্ট করা আবেদন ফরমটির নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করে আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০/- (আটশত) টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরমে উল্লিখিত কলেজে জমা দেয়ার তারিখঃ ২৬-০১-২০২১ হতে ০৮-০২-২০২১ খ্রিঃ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি, ফরম পূরণ, ফলাফল সংক্রান্ত খবর পেতে নিয়মিত ভিজিট করুন- (bdlekhapora) এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিরিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের জন্য ক্লিক করুন (ভর্তি লিংক)।

আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। যদি এ বিষয়ে কোন কিছু জানার থাকে তবে কমেন্টস এর মাধ্যমে জানালে উত্তর দেবার চেষ্টা করব। ইনশা আল্লাহ।



বর্তমানে Ebook এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছ্। Text Book ওজনে অনেক ভারি। তাই যেখানে সেখানে অতি সহজে সেগুলো বহন করা যায় না। বহন করতে অনেক অসুবিধা হয়। কিন্তু একটি Ebook or, PDF Book অতি সহজেই মোবাইল ফেনের মাধ্যমে ওপেন করে পড়ে নেওয়া যায়। ট্যাব বা ল্যাপটপ মানুষ অতি সহজেই বহন করতে পারে। তাই এসব ডিভাইসের মাধ্যমে অতি সহজেই একটি Ebook বা PDF ফাইল পড়ে নেওয়া যায়। তাই আপনাদের সুবিধার জন্য ভর্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি/ নির্দেশিকা PDF ফাইল করে নিচে দেওয়া হল।

 

ডাউনলোড করতে পপ-আপটির ডান কোনায় পপ-আউট বাটনে ক্লিক করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *