ফরম ফিলাপের ফি বিবরণী

ফরম ফিলাপের ফি বিবরণী

নোটিশ
ফরম ফিলাপের ফি বিবরণী

বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপের ফি বিবরণী প্রকাশিত হয়েছ। এটি অনার্স ১ম বর্ষ (২০১৯-২০) শিক্ষাবর্ষের জন্য কার্যকর হবে। তবে উল্লেখ থাকে যে, পূর্বের শিক্ষাবর্ষের ছা্ত্র-ছাত্রীরাও তাদের (Subject Improvement) মান উন্নয়নের জন্য ফরম ফিলাপ করতে পারবে। ছাত্র-ছাত্রীদের কাল বিলম্ব না করে নির্ধারিত সময়-সীমার মধ্যে ফরম ফিলাপ করার পরামর্শ প্রদান করা হল। ফরম ফিলাপের জন্য ( জাতীয় বিশ্ববিদ্যালয় )  এই ওয়েব পেজ অনুসরণ করা যেতে পারে। অন্যান্য  সকল প্রয়োজনীয় তথ্য পেতে ( ভিজিট করুন ) লিংকে ক্লিক করুন। আপনাদের সকল প্রয়োজনে পাশে আছে- www.bdlekhapora.com

ফরম ফিলাপের তারিখঃ ১৩/০২/২০২১ হতে ০২/০৩/২০২১ খ্রিঃ

অত্র কলেজের সকল ছাত্র-ছাত্রীদের ফরম ফিলাপের ফি বিবরণী অনুসরণপূর্বক ফরম ফিলাপের জন্য বলা হল। এই ফি বিবরণীর সাথে অন্যান্য কলেজের ফি বিবরণীর পার্থক্য থাকতে পারে।

অত্র কলেজে মোট ০৮ (আট) টি বিষয়ে ফরম ফিলাপ অনুষ্ঠিত হবে। যে সমস্ত বিষয়ে ফরম ফিলাপ হবে সেগুলো হলঃ
০১। সমাজ বিজ্ঞান
০২। হিসাব বিজ্ঞান
০৩। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
০৪। বাংলা
০৫। ব্যবস্থাপনা
০৬। প্রাণিবিদ্যা
০৭। ভূগোল ও পরিবেশ
০৮। মনোবিজ্ঞান।

নিম্নে বিষয় অনুযায়ী  ফরম ফিলাপের ফি বিবরণী প্রদত্ত হলঃ

০১। সমাজ বিজ্ঞান বিষয়ের জন্য- ২২০০/- টাকা।
০২। হিসাব বিজ্ঞান বিষয়ের জন্য- ২২০০/- টাকা।
০৩। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের জন্য- ২২০০/- টাকা।
০৪। বাংলা বিষয়ের জন্য- ২২০০/- টাকা।
০৫। ব্যবস্থাপনা বিষয়ের জন্য- ২২০০/- টাকা।
০৬। প্রাণিবিদ্যা বিষয়ের জন্য- ২৮২০/- টাকা।
০৭। ভূগোল ও পরিবেশ বিষয়ের জন্য- ২৮২০/- টাকা।
০৮। মনোবিজ্ঞান বিষয়ের জন্য- ২৫৭০/- টাকা।

বিঃদ্রঃ ফরম ফিলাপের ফি বিবরণী তে উল্লেখ আছে অনিয়মিত ছাত্রদের জন্য ০১ পত্র- ১১৫০/- টাকা।
        এক বিষয় ফেল ছাত্রদের জন্য ০১ পত্র- ১১৫০/- টাকা।
        গ্রেড উন্নয়ন ছাত্রদের জন্য ০১ পত্র- ১১৫০/- টাকা।

পরবর্তী প্রতি পত্রের/ বিষয়ের জন্য ২৫০/- মূল ১১৫০/- টাকার সাথে যোগ করে ফি প্রদান করতে হবে।

এর সঙ্গে কম্পিউটার চার্জ/ খরচ অর্ন্তভূক্ত নয়। কম্পিউটার চার্জ/ খরচ আনুমানিক ১০০/- প্রয়োজন হতে পারে।

 

যেসব কাগজ পত্র সঙ্গে নিয়ে আসতে হবেঃ (নিয়মিত ছাত্রদের জন্য)

০১। স্টুডেন্ট আইডি (ID) কার্ড।
০২। এস.এস.সি এর মার্কসিট এর ফটোকপি।
০৩। অনার্স ১ম বর্ষের রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি।
০৪। ০২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
০৫। প্রয়োজনীয় টাকা।

যেসব কাগজ পত্র সঙ্গে নিয়ে আসতে হবেঃ (অনিয়মিত/ এক বিষয়/ গ্রেড উন্নয়ন ছাত্রদের জন্য)

০১। অনার্স ১ম বর্ষের রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি।
০২। ০২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
০৩। যেসকল বিষয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক/ গ্রেড উন্নয়ন করতে ইচ্ছুক সে বিষয়/ সেসকল বিষয়ের তালিকা।
০৪। প্রয়োজনীয় টাকা।

নিম্নে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পূর্ণাঙ্গ ফি বিবরণী (PDF) প্রদত্ত হলঃ
ডাউনলোড করতে পপ-আপটির ডান কোনায় পপ-আউট বাটনে ক্লিক করুন। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *