০১। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
০২। কৃষ্ণকুমারী নাটকটি কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৬১ সালে।
০৩। কৃষ্ণকুমারী নাটেকের কাহিনী কোন গ্রন্থ থেকে সংগৃহিত?
উত্তরঃ উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে।
০৪। কৃষ্ণকুমারী নাটকের রচনাকাল ও প্রকাশকাল কত?
উত্তরঃ ১৮৬০ ও ১৮৬১
০৫। কৃষ্ণকুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেন?
উত্তরঃ কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে।
০৬। “একে মনসা’ তার আবার ধুনার গন্ধ।”-উক্তিটি কার?
উত্তরঃ নারায়ণ মিশ্রের।
০৭। মধুসূদন কার অনুপ্রেরণায় কৃষ্ণকুমারী নাটকটি লিখেছিলেন?
উত্তরঃ কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের।
০৮। নাটক “কৃষ্ণকুমারীতে” কোন ধরণের ঐক্য যথাসম্ভব রক্ষিত হয়েছে?
উত্তরঃ কালগত ও স্থানগত ঐক্য।
০৯। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদনের কোন নাটকের পরিণত রুপ?
উত্তরঃ শর্মিষ্ঠা।
১০। মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ নাটক কোনটি?
উত্তরঃ কৃষ্ণকুমারী।
১১। বাংলা সাহিত্যে কোন নাটক প্রথম ট্র্যাজেডি নাটক হিসেবে বিবেচিত?
উত্তরঃ কৃষ্ণকুমারী নাটক।
১২। কৃষ্ণকুমারী নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়েছিল?
উত্তরঃ ১৮৬৭ সালের ৮ ফেব্রুয়ারি শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটতে।
১৩। কৃষ্ণকুমারী নাটকে বর্ণিত স্থান কোথায়?
উত্তরঃ উদয়পুর হতে জয়পুর।
১৪। কৃষ্ণকুমারী নাটকের ঘটনা কত দিনের মধ্যে সম্পন্ন হয়েছে?
উত্তরঃ চার দিনের কিছু বেশি সময়।
১৫। কৃষ্ণকুমারী কয় অঙ্কের এবং কয় গর্ভাঙ্কের নাটক?
উত্তরঃ পাঁচ অঙ্কের এবং ১৪ গর্ভাঙ্কের।
১৬। কৃষ্ণকুমারী নাটকের প্রধান পাত্রপাত্রী ক’জন?
উত্তরঃ ১১ জন।
১৭। কৃষ্ণকুমারী নাটকে কতজন মন্ত্রী?
উত্তরঃ ২ জন।
১৮। কৃষ্ণকুমারী নাটকে উদয়পুরের রাজার নাম কি?
উত্তরঃ রাণা ভীমসিংহ।
১৯। রাণা ভীমসিংহ কোন বংশীয় রাজা?
উত্তরঃ শৈল বংশীয়।
২০। প্রকৃতপক্ষে কত বছর তোমার জানা মতে রাজা ভীমসিংহ মেবারের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন?
উত্তরঃ ৪৯ বছর।
২১। উদয়পুরের রানা ভিমসিংহের কন্যা কে?
উত্তরঃ কৃষ্ণকুমারী।
২২। কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারীর বয়স কত?
উত্তরঃ ১৫ বছর।
২৩। জয়পুরের রাজার নাম কি?
উত্তরঃ জগৎসিংহ।
২৪। রাজা জগৎসিংহ কোন বংশের রাজা?
উত্তরঃ সূর্যবংশের।
২৫। কৃষ্ণকুমারী নাটকে নারীলোলুপ রাজা কে?
উত্তরঃ জগৎসিংহ।
২৬। ধনদাস কে?
উত্তরঃ জগৎসিংহের অনুচর ও নারী সংগ্রাহক।
২৭। ধনদাস কার পূত্র?
উত্তরঃ দাসীর।
২৮। ধনদাস জগৎসিংহকে কার চিত্রপট দেখায়?
উত্তরঃ কৃষ্ণকুমারীর।
২৯। কৃষ্ণার চিত্রপটটি জগৎসিংহ কার কাছ থেকে কিনে নেন?
উত্তরঃ ধনদাসের।
৩০। কৃষ্ণার চিত্রপটটি ধনদাসের কাছ থেকে জগৎসিংহ কত মুদ্রায় কিনে নেন?
উত্তরঃ বিশ সহস্র।
৩১। ধনদাস কৃষ্ণার চিত্রপটটি কোথায় পেয়েছিল?
উত্তরঃ বণিকের কাছ থেকে।
৩২। রাজা জগৎসিংহের কুকর্মের গুরু কে?
উত্তরঃ ধনদাস।
পূর্ববর্তী লেখা পড়তে এখানে ক্লিক করুন। পরবর্তী লেখা পড়তে এখানে ক্লিক করুন।