বিভাগ
বিভাগ
কয়েকটি জেলা নিয়ে গঠিত হয় একটি বিভাগ। আমাদের এই বাংলাদেশ ০৮ টি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসাবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওইসব অঞ্চলের প্রধান শহরের নম অনুসারে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভাগ গুলো হলো:
- ঢাকা বিভাগ
- চট্টগ্রাম বিভাগ
- রাজশাহী বিভাগ
- খুলনা বিভাগ
- বরিশাল বিভাগ
- সিলেট বিভাগ
- রংপুর বিভাগ
- ময়মনসিংহ বিভাগ
ইতিহাস
ব্রিটিশ শাসকদের শাসনামলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয়। সেই সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এই ০৪ টি বিভাগ ছিল।
১৯৮৩ সালে ঢাকা বিভাগ এবং বর্তমান ঢাকা শহরের ইংরেজি বানান Dacca (ঢাক্কা) কে পরিবর্তন করে Dhaka (ঢাকা) করা হয়, যাতে বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানান আরও সামঞ্জস্যপূর্ণ হয়।পূর্বের বানানের তুলনায় এই Dhaka বানানটি বেশ মানানসই হয়।
খুলনা বিভাগের একাংশ নিয়ে ১৯৯৩ সালে বরিশাল বিভাগ গঠিত হয় এবং ১৯৯৮ সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙে সিলেট বিভাগ গঠন করা হয়। ২০১০ সালে ২৫ শে জানুয়ারি বৃহত্তর রংপুর আর দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয়, যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।
১৪ সেপ্টেম্বর ২০১৫ তে ৮ম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ-এর নাম ঘোষণা করা হয়।পূর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিল।
বিভাগীয় কমিশনার
বিভাগীয় কমিশনার প্রশাসনিক কাঠামোতে স্থানীয় সরকার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পদের অধীকারী। ১৮২৯ সালে উপনিবেশ শাসনামলে কমিশনার পদটি সৃষ্টি করা হয়। বিভাগীয় কমিশনারের প্রাথমিক দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ বিভাগের কেন্দ্রীয় সরকারি দপ্তর ব্যতীত সকল রাজস্ব ও প্রশাসন সংক্রান্ত কাজের সঠিক তদারকি করা। সাধারণত স্থানীয় সরকার ব্যবস্থায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র যুগ্মসচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
বিভাগের অবস্থান
নিম্নলিখিত টেবিলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত ২০১১ সালের জনসংখ্যা ও আবাসন জনগণনা থেকে পাওয়া হিসেবে বাংলাদেশের তৎকালীন ০৭ টি বিভাগ সম্পর্কে কিছু পরিসংখ্যান রূপরেখা তুলে ধরা হল।
বিভাগ | জনসংখ্যা | অবস্থান (কিমি২) | জনসংখ্যার ঘনত্ব ২০১১ (মানুষ/কিমি২) |
লিঙ্গের অনুপাত (১০০ নারী প্রতি পুরুষ) |
||
১৯৯১ | ২০০১ | ২০১১ (আদমশুমারী) | ||||
বরিশাল বিভাগ | ৭,৪৬২,৬৪৩ | ৮,১৭৩,৭১৮ | ৮,৩২৫,৬৬৬ | ১৩,২২৫.২০ | ৬১৩ | ৯৬.৮ |
চট্টগ্রাম বিভাগ | ২০,৫২২,৯০৮ | ২৪,২৯০,৩৮৪ | ২৮,৪২৩,০১৯ | ৩৩,৯০৮.৫৫ | ৮৩১ | ৯৩.১ |
ঢাকা বিভাগ | ৩২,৬৬৫,৯৭৫ | ৩৯,০৪৪,৭১৬ | ৪৭,৪২৪,৪১৮ | ৩১,১৭৭.৭৪ | ১,৫০২ | ১০৩.৯ |
খুলনা বিভাগ | ১২,৬৮৮,৩৮৩ | ১৪,৭০৫,২২৩ | ১৫,৬৮৭,৭৫৯ | ২২,২৮৪.২২ | ৬৯৯ | ১০০ |
রাজশাহী বিভাগ | ১৪,২১২,০৬৫ | ১৬,৩৫৪,৭২৩ | ১৮,৪৮৪,৮৫৮ | ১৮,১৫৩.০৮ | ১,০০৭ | ১০০.৪ |
রংপুর বিভাগ | ১১,৯৯৭,৯৭৯ | ১৩,৮৪৭,১৫০ | ১৫,৭৮৭,৭৫৮ | ১৬,১৮৪.৯৯ | ৯৬০ | ৯৯.৮ |
সিলেট বিভাগ | ৬,৭৬৫,০৩৯ | ৭,৯৩৯,৩৪৩ | ৯,৯১০,২১৯ | ১২,৬৩৫.২২ | ৭৭৯ | ৯৯.১ |
মোট | ১০৬,৩১৪,৯৯২ | ১২৪,৩৫৫,২৬৩ | ১৪৯,৭৭২,৩৬৪ | ১৪৭,৫৬৯.০৬ | ৯৬৪ |
প্রস্তাবিত বিভাগ
-
- কুমিল্লা বিভাগ ও
- পদ্মা বিভাগ