শিশু পরিচর্যা
কোনটা ভুল, কোনটা ঠিক শিশুর পরিচর্যায়-
সব মা-বাবাই শিশুর সঠিক যত্ন নিতে চান। কিন্তু আমরা অনেকেই সচেতনতার অভাবে কমবেশি অনেক ভুল করে থাকি। আসুন আমরা জেনে নেই শিশুর পরিচর্যায় কোনটা ভুল এবং কোনটা সঠিক।
জন্মের পরপরই শিশুর মুখে মধু দিলে কী মুখ মিষ্টি হয়?
কথাটা কেবল ভুলই নয়, বিপজ্জনকও বটে। জন্মের পর পরই শিশুকে মায়ের বুকের প্রথম শালদুধ দিতে হবে। হলুদ তরল দুধ বলে অনেকে এটা ফেলে দিতে বলেন। কিন্তু এই শালদুধেই আছে শিশুর প্রথম প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান। তাই নবজাতককে মধু, চিনির পানি, মিছরির পানি বা কৌটার দুধ দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে।